Get PDF go here PDF Books Contact Us

কিশোর ভারতী পত্রিকা PDF ডাউনলোড লিংক Kishor Bharati pdf Bangla Magazine

কিশোর ভারতী পত্রিকা PDF ডাউনলোড লিংক Kishor Bharati pdf Bangla Magazine
boi
Estimated read time: 4 min

কিশোর ভারতী পত্রিকা PDF দুই বাংলার জনপ্রিয় বাংলা ম্যাগাজিন। Kishor Bharati pdf বর্তমান সময়ের জনপ্রিয় বাংলা শিশু কিশোর পত্রিকা। ১৯৬৮ সাল থেকে কিশোর ভারতী বাংলা ম্যাগাজিন PDF শিশু কিশোরদের কাছে পরিচিত ও সুনামধ্য ম্যাগাজিন। Kishor Bharati pdf magazine ডাউনলোড করুন আপনার পছন্দমতো।

কিশোর ভারতী পত্রিকা PDF ডাউনলোড লিংক Kishor Bharati pdf Bangla Magazine

কখন যে সময়ের দমকা হাওয়ায় কিশোর ভারতীর জীবনের একটা বছরের পাতা উলটে গেল, বোঝাই গেল না। দুরস্ত দামাল কিশোর ভারতী ছুটতে ছুটতে পা দিল নতুন বছরে। এবার ছেচল্লিশ। আবার নতুন রূপে, নতুন ভাবনায় শুরু হচ্ছে তার পথ পরিক্রমা। উৎসবের সময়েই তার জন্মদিন। ১৩৭৫ থেকে ১৪২০। সামনেই দেখা যাচ্ছে সেই সময়। বাদল মেঘের ফাঁকে জলধোয়া সুনীল আকাশ, মাঠে-প্রান্তরে কাশবন, ঘাসের ওপর ছড়িয়ে পড়া ভিজে শিউলির সুগন্ধ আবার আনমনা করে তুলেছে আমাদের। উৎসব-জননী আসছেন। মনের মধ্যে মৃদুস্বরে বেজে উঠেছে ঢাকের আনন্দ-বাজনা। আর মাত্র ক'টা দিনের প্রতীক্ষা!

ওই ক'টা দিন, চিটফান্ডে প্রতারিত লক্ষ-লক্ষ মানুষ ভুলে যেতে চাইবেন সর্বস্ব হারানোর বুক-চাপা হাহাকার, হানাহানিতে নিহত মানুষদের স্বজনরা চোখ মুছে চেষ্টা করবেন উৎসবে যোগ দিতে, আমরা ভুলে যেতে চাইব দৈনন্দিন যন্ত্রণা, জিনিসপত্রের পাগল করা মূল্যবৃদ্ধি। গ্রামে শহরে পাহাড়ে অশাস্তি রক্তপাত। ভুলে যেতে চাইব রাজনীতির মানুষদের কত অসহ্য তরজা, অধিকাংশ নেতার দুর্নীতির পাহাড়! আনন্দের আলোয় ভেসে যাব মাত্র কয়েকটা দিনের জন্যে। এই উৎসব এমনই সর্বগ্রাসী, সর্বব্যাপী।

তবু বড় মনে পড়ছে তাকে। গত বছর কিশোর ভারতী পুজোসংখ্যাতেই প্রকাশিত হয়েছিল তাঁর শেষ ছোটদের গল্প। মহাষ্টমীর রাতে সব আলো নিভিয়ে হঠাৎ চলে গেলেন। সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর চলে যাওয়ার প্রায় একবছর কেটে গেল। তবু আজও বিশ্বাস হতে চায় না। এতটাই তিনি ছড়িয়ে ছিলেন, জড়িয়ে ছিলেন সকলকে, মধুর ভালোবাসায়। কিশোর ভারতীর আরও একজন বড় প্রিয় মানুষ, বরণীয় কথাশিল্পী সৈয়দ মুস্তাফা সিরাজ। বছরের পর বছর কিশোর ভারতীর পাতায় অজস্র 'কর্নেল' তাঁর ভালোবাসার সাক্ষী। সিরাজদা গেলেন গত সেপ্টেম্বরে।

মাঝে মাঝে বড় অসহায় লাগে। কী করে পূরণ হবে এই মহীরুহদের শূন্য আসন? নতুন পাঠকবন্ধুদের জন্য কষ্টও হয়। এটাই বাস্তব সত্য। কালের অমোঘ নিয়ম। তারই মধ্যে পত্রিকা ও প্রকাশন পরিবারের সকলের নিদারুণ পরিশ্রম ও ভালোবাসা দিয়ে আমরা গড়ে তুলেছি এই শারদীয়া কিশোর ভারতীকে। তোমাদের কেমন লাগবে, জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের ভালোবাসায় কোনও ভেজাল নেই। আবার কথা হবে নভেম্বরে। আজ এই পর্যন্ত। তোমরা সকলে আমাদের উজাড় করা ভালোবাসা ও শুভেচ্ছা নিও। খুব আনন্দে কাটাও উৎসবের দিন। নিজেরা ভালো থেকো। পারলে বন্ধু, অন্যদেরও ভালো রেখো।

আমাদের বাংলা বইপাড়ার কী অবস্থা? হয়তো আগের মতো নয়। তবু বলতেই হবে, এই দুঃসময়ে বন্ধুরা বই পত্রিকা পড়ছেন। তাঁদের মধ্যে এমন অনেক মানুষও আছেন, যাঁরা আগে পড়ার সময় পেতেন না। এই অবসরে মন ভালো রাখতে, অবসাদ কাটাতে বইকে আবার বন্ধু করেছেন। বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না, হোম ডেলিভারিতে ঘরে বসে বই নিচ্ছেন। Kishor Bharati pdf ডাউনলোড করুন।

৬ মাস আগে যখন লকডাউন ঘোষণা হয়, তখন বইয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা আশঙ্কিত, সামনে শুধুই অন্ধকার। তারপর আস্তে আস্তে অনলাইনে অর্ডার করে মানুষ বই নিতে শুরু করলেন। তাঁদের সংখ্যা কমছে না, বরং বাড়ছে। এই নতুন পড়ুয়া-বন্ধুদের কাছে লেখক, কবি, প্রকাশক, বিক্রেতা সকলেই গভীর কৃতজ্ঞ। তাঁরা এগিয়ে না এলে, ঘূর্ণিঝড় আমফান-বিধবস্ত কলেজ স্ট্রিট বইপাড়া এতদিনে গঙ্গাযাত্রা করত।

এই যে আমরা, যখন ভাবছিলাম শারদীয়া কিশোর ভারতী ১৪২৭ কী করে বের করব, কী করে হাজার হাজার কপি ভারতের বিভিন্ন শহরে পাঠাব, এই দুঃসময়ে কে পুজোসংখ্যা কিনবেন, তখন আমাদের পাঠকবন্ধুরা, এজেন্টবন্ধুরা সাহস দিয়েছেন, 'অবশ্যই বের করুন। আমরা পাশে আছি।'

খুব অল্পসময়ে সিদ্ধান্ত নিয়েছি। যানবাহন সমস্যায় সামান্য কয়েকজন সহকর্মীকে সঙ্গে পেয়েছি। তবে প্রচেষ্টায় ফাঁকি ছিল না। কবি লেখক শিল্পী সকলেই পাশে দাঁড়িয়েছেন। সকলে দিনরাত কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, এই ৫৩ বছরের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্যে। কিশোর ভারতীর একনিষ্ঠ বন্ধুরা যেভাবে স্মরণীয় সাহিত্যিকদের দুষ্প্রাপ্য গল্প কবিতা সাক্ষাৎকার সংগ্রহ করে এনেছেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

তবে, সেই একই কথার পুনরাবৃত্তি করছি, আমাদের এই আয়োজন তখনই সার্থক হবে, যদি তোমরা তৃপ্ত হও। তোমাদের উজ্জ্বল মুখগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি, আর বুক ঢিপঢিপ করছে। কিশোর ভারতী পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রাণভরা শারদ শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মনে রেখো, জীবন শেষ কথা বলবে, করোনা নয়। আবার বলছি, পারলে ম্লানমুখ বন্ধুদের পাশে থেকো, সবাইকে ভালো রেখো। আজ এখানেই শেষ করছি। আশা করছি, ফের দেখা হচ্ছে দীপাবলি গল্প সংখ্যায়।

Kishor Bharati pdf Bangla Magazine ডাউনলোড করুনঃ

কিশোর ভারতী ৫ জুলাই ২০২৪ পিডিএফ Kishore Bharati 5 July 2024 pdf download link Kishor Bharati pdf অনলাইনে পড়ুন এখান থেকে ও Kishore Bharati 5 July 2021 pdf download  করুন এখান থেকে।

কিশোর ভারতী ৫ ফেব্রুয়ারি ২০২৪ পিডিএফ Kishore Bharati 5 February 2024 pdf Magazine অনলাইনে পড়ুন এখান থেকে এবং কিশোর ভারতী ৫ ফেব্রুয়ারি ২০২৪ pdf ডাউনলোড করুন এখান থেকে।

কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২৪ pdf বইমেলা গল্প স্পেশাল সংখ্যা Kishore Bharati 5 January 2024 pdf Kishor Bharati pdf Magazine

কিশোর ভারতী ৫ ডিসেম্বর ২০২৩ পিডিএফ Kishor Bharati 5 December 2023 pdf

কিশোর ভারতী ৫ নভেম্বর ২০২৩ পিডিএফ Kishor Bharati 5 November 2023 pdf

কিশোর ভারতী ৫ ফেব্রুয়ারি ২০২১ পিডিএফ খুশিয়াল গল্প সংখ্যা Kishore Bharati 5 February 2021 Magazine pdf pdf download করুন এখান থেকে কিশোর ভারতী ৫ ফেব্রুয়ারি ২০২১ পিডিএফ পড়ুন এখান থেকে।

কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২১ ম্যাগাজিন pdf বিশেষ পৌষালি সংখ্যা Kishore Bharati 5 January 2021 pdf bangla magazine pdf download করুন এখান থেকে ও Kishore Bharati January 2021 pdf কিশোর ভারতী ৫ জানুয়ারি ২০২১ pdf পড়ুন এখান থেকে।

শারদীয়া কিশোর ভারতী ১৪৩০ pdf / পূজাবার্ষিকী কিশোর ভারতী ১৪৩০ পিডিএফ Kishore Bharati 1430 pdf

Sharodiya Kishor Bharati 2015 pdf (1422) Pujabarshiki pdf শারদীয়া কিশোর ভারতী ১৪২২ pdf

Download / Read Online

নিয়মিত আপডেট আসবে….

Get Any help about banglabookspdf from Facebook page

Post a Comment

Thanks for Comment
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.