ঢাকায়ই বেড়ে ওঠা। পড়ালেখাও। স্নাতকোত্তর করেছেন রসায়ন বিজ্ঞানে, ইডেন কলেজ থেকে। লেখালেখির সাথে জড়িত দীর্ঘদিন। নেশার বশে শুরু করলেও এই সৃজনশীল পেশাটিকেই অবলম্বন করে বেঁচে আছেন, এই পেশাতেই ক্যারিয়ার গড়েছেন আর সেভাবেই বাঁচতে চান সারাটা জীবন।
কাজ করেছেন মাসিক সাহিত্য পত্রিকা আলো ও ছায়া-র সহকারী সম্পাদক হিসেবে। নারী বিষয়ক পত্রিকা পারি-তেও তিনি সহকারী সম্পাদক ছিলেন। বর্তমানে কর্মরত আছেন প্রিয়.কম-এর এডিটর ইন চার্জ পদে, কাজ পরিচালনা করছেন প্রিয় আনসারের মতো একটি পরামর্শ বিষয়ক ওয়েবসাইট।
সাবলীলতা রুমানা বৈশাখীর লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রহস্য, রোমাঞ্চ, রম্য, হরর, সায়েন্সফিকশন সাহিত্যের প্রায় সব শাখাতেই লিখছেন সমান তারে, স্বাচ্ছন্দ্যে। খুব অল্প বয়সেই প্রকাশিত একক বইয়ের সংখ্যা বেশ ভারী।
সিনেমা ও নাটকের বৈচিত্র্যময় জগতেও পা রেখেছেন আগেই। বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে তাঁর লেখা একাধিক নাটক। লিখেছেন শর্ট ফিল্ম। তাঁর জীবনে একটিই মাত্র লক্ষ্য। লিখতে থাকা ও ভালো লেখার চেষ্টা করে যাওয়া।
উল্লেখযোগ্য বই এবং ও অতঃপর, ঋতানৃত, হিপোক্রাট, দুঃস্বপ্নের রাত, পোস্টমর্টেম, বিভীষিকা, সোয়া দুই ফুট, মেঘলীনা, অতিলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অহর্নিশ, অবমানব, অবয়ব, শায়াতিন ইত্যাদি।
অবলৌকিক : রুমানা বৈশাখী Abolowkik: Rumana Baishakhi
শায়াতিন pdf – রুমানা বৈশাখী Shayatin pdf – Rumana Baishakhi
অন্যভুবন pdf – রুমানা বৈশাখী Onnovubon pdf – Rumana Baishakhi
হিপোক্রেট pdf – রুমানা বৈশাখী Hipocret pdf Rumana Baishakhi
অবমানব pdf – রুমানা বৈশাখী Obomanob pdf – Rumana Baishakhi
ছায়ারীরী pdf – রুমানা বৈশাখী Chayariri pdf – Rumana Baishakhi