Get PDF go here PDF Books Contact Us

সাপ্তাহিক বর্তমান ৬ এপ্রিল ২০২৪ পিডিএফ Saptahik Bartaman 6 April 2024 pdf

Saptahik Bartaman 6 April 2024 pdf, সাপ্তাহিক বর্তমান ৬ এপ্রিল ২০২৪ pdf
boi
Estimated read time: 4 min

 সাপ্তাহিক বর্তমান পত্রিকা pdf পাঠক সমাজের জনপ্রিয় একটি ম্যাগাজিন। Saptahik Bartaman 6 April 2024 pdf আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। সাপ্তাহিক বর্তমান Saptahik Bartaman 6 April 2024 pdf টি আপনাদের পাঠক মনের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করি।

সাপ্তাহিক বর্তমান ৬ এপ্রিল ২০২৪ পিডিএফ Saptahik Bartaman 6 April 2024 pdf

Saptahik Bartaman 6 April 2024 pdf সূচিপত্রঃ

• বয়স ধরে রাখতে কোন কোন ফল খাবেন? ৮ ডাঃ লোপামুদ্রা ভট্টাচার্য শম্পা চক্রবর্তী ডাঃ বিশ্বজিৎ ঘোষ

• বসন্তে রূপসী জজহাতুর অন্দরমহলে ৫২ সুবীর মণ্ডল

ধারাবাহিক

• আমি ও আমি ১৯ সঞ্জীব চট্টোপাধ্যায়

• অচেনা কাশ্মীরে ৩২

জয়ন্ত সরকার

খেলা

• সন্দেশ ২৪ অগ্নিশ্বর সরকার • শতবর্ষে চিত্রশিল্পী অহিভূষণ মালিক ৪৭ চন্দ্রনাথ চট্টোপাধ্যায়

• উত্থানের মঞ্চ আইপিএল ৫৬

টিমোথি ও আখতার গোঁসাই ২৮ দেবতোষ দাশ

বিষ্ণুলোকে সন্ধ্যা নামে ৪৩ হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

• অন্ধকারে ডুবছে ভারতীয় ফুটবল ৫৭

গল্প

• বউ সোহাগির কালীতলা ৪৯ অনির্বাণ জানা

বিশেষ রচনা

সিনেমা ও টিভি

• টহলদার ৩৮ শান্তনু চক্রবর্তী

• প্রিয়াঙ্কা ৬০

• ডিজাইনার আউটফিট ছেড়ে শাড়িতে ৬৩

নিয়মিত বিভাগ

চিঠি ২ অমৃতকথা ৩ বইপাড়া ৪ শব্দ ৭ সুখে থাকুন ২৩ সাম্প্রতিক ৪২ সংস্কৃতি ৫৮ ভাগ্যচক্র ৬৪

সাপ্তাহিক রাশিফল বর্তমান পত্রিকা

সাপ্তাহিক বর্তমান pdf নিয়মিতভাবেই সাপ্তাহিক ভিত্তিতে রাশিফল প্রকাশিত হয়ে থাকে। যাদের রাশিফল নিয়ে বিশেষ আগ্রহ আছে তারা সাবধানে বর্ণমালা বর্তমান ম্যাগাজিন pdf টি সংগ্রহ করতে পারেন।  প্রতি সপ্তাহের বিস্তারিত রাশিফল প্রকাশিত হয়ে থাকে। Saptahik bartaman pdf free download now.

সাপ্তাহিক বর্তমান ৬ এপ্রিল ২০২৪ পিডিএফ সম্পর্কে পাঠকদের রিভিউঃ

স্মৃতির ঘরে বাঙালির ঢেঁকি শতবর্ষে আবোল তাবোল

‘সাপ্তাহিক বর্তমান’-এর 2 মার্চ 2024 সংখ্যায় বিশেষ রচনা বিভাগে অংশুমান চক্রবর্তীর নিবন্ধ ‘শতবর্ষে আবোল তাবোল' পড়ে ভালো লাগল। Saptahik Bartaman 6 April 2024 pdf পড়ুন।

‘আবোল তাবোল' কবিতার প্রথম ছবিটার দিকে তাকালে দেখা যায় আস্ত একটা সাইনবোর্ড, যেটি টাঙাতে ব্যস্ত চারজন মানুষ। ‘আবোল তাবোল'-এর অক্ষরমালায় দেখতে পাই এরোপ্লেনের H আবোল তাবোল টেক-অফ করার একটা তির্যক বিন্যাস। পুরো লেখাটা মাত্রাছাড়া। কোনও অক্ষরের কোনও মাত্রা নেই। মাত্রা নেই ব্যাপারটাই ‘আবোল তাবোল'-এর ইনারমোস্ট এসেন্স। অক্ষরমালা সজ্জিত হচ্ছে অসংখ্য ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত বা অর্ধবৃত্তের টুকরো দিয়ে। ‘আবোল তাবোল'-কেই মাথা তুলে দাঁড় করানোর চেষ্টা করছে কয়েকজন, নিয়মের জড়তাকে ভেঙে দেওয়ার গল্পটা অনায়াসে তৈরি হয়ে যায় ছবির ভিতরেই।

সুকুমার ‘আবোল তাবোল'-এর ভূমিকাকবিতাটিতে যতই খেয়াল-খোলা, সৃষ্টিছাড়া, তাঁর ওই বেয়াড়াপনাকে ডাকুন না কেন, ‘আজগুবি চাল’ কিন্তু মোটেই ‘বেঠিক বেতাল’ নয়। ‘আবোল তাবোল'-এর যতরকম ‘অনাসৃষ্টি’, তার কোনওটাই আগাম ঘোষণা মাফিক ‘নিয়মহারা হিসাবহীন' নয়। বরং প্রত্যেকটা শব্দই অনেক কেটেকুটে ঘষেমেজে ঝেড়ে বেছে বসানো হয়েছে। ‘আবোল তাবোল’-এর পাণ্ডুলিপির ফ্যাক্সিমিলি এডিশন দেখলেই পাঠকের সেটা মালুম হবে। কল্পনার হিস্টিরিয়াকে তিনি কখনওই মগজ অবধি চড়তে দেননি। কারণ চড়তে দিলেই তো সেটা চোঁ করে হিস্ট্রিজিয়োগ্রাফি-সময়-সমাজ সব গুলিয়ে দেবে।

সাপ্তাহিক বর্তমান পত্রিকার ৩ ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যায় ‘স্মৃতির ঘরে বাঙালির ঢেঁকি' শীর্ষক নিবন্ধটি পড়ে বিশদে অনেক কিছু জানতে পারলাম। এই প্রসঙ্গে আমার সংযোজন, কথায় বলে 'ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে'। একটা সময় বাংলার গ্রাম্য জীবনের অপরিহার্য অঙ্গ ছিল ঢেঁকি। সাধারণত মহুয়া, শাল, বাবলা, জাম, কাঁঠাল প্রভৃতি শক্ত কাঠ দিয়ে ঢেঁকি তৈরি করা হতো। মোটা, ভারী দীর্ঘ এক কাঠের খণ্ডের আগায় তিন-চার ফুট লম্বা একটি কাঠের টুকরো মাটিতে তৈরি একটা গর্তের সোজাসুজি লাগানো হতো। এই কাঠের টুকরোর আগায় লোহার বেড় পরানো অংশ থাকত। একে বলা হতো ‘মুষল’। আর মাটিতে তৈরি গর্তটিকে বলত ‘গড়’। প্রবাদ আছে ‘ঢেঁকি যতই মাথা নাড়ুক গড়ে তাকে পড়তেই হবে'।

বাংলার লোকজীবনের অঙ্গ ঢেঁকি বিংশ শতকের মাঝামাঝি সময়ে পরিবারের বিবাহ ইত্যাদি উৎসবেরও জানান দিত। অধিকাংশ হিন্দু পরিবারে বিবাহের দিন ‘ঢেঁকি মঙ্গলা' নামে ‘ঢেঁকি' পুজো হতো। ঢেঁকিতে হলুদ, জিরে, ধনে, তেজপাতা, লঙ্কা কুটনোর ব্যস্ততা নজরে পড়ত আগেভাগেই। যাঁরা এই ব্যস্ততায় ঢেঁকিতে মশলা কুটে হাতে হলুদ রাঙিয়ে কুলো বা ঝুড়িতে যত্ন করে ঘরে তুলে রাখতেন, বোঝা যেত তাঁদের বাড়িতে ‘বড় কাজ’ আসন্ন। মশলা কোটার গন্ধে পাড়া তখন ম-ম করত। রাঢ়বঙ্গে ‘পিঠে পরব’ লোকসংস্কৃতির এক অনন্য উৎসব। অগ্রহায়ণের সংক্রান্তিতে ‘আসকে পিঠে’ ও পৌষের মকরসংক্রান্তিতে ‘পুলিপিঠে’, দুর্গাপুজোয় ‘গুড় পিঠে’-র চল এখনও রয়েছে। তবে ঢেঁকির জায়গা এখন নিয়েছে যন্ত্র। পুরাণেও দেবর্ষি নারদের বাহন হিসেবে ঢেঁকির উল্লেখ আছে। আর অকর্মণ্য, বলার

সাপ্তাহিক বর্তমানে লেখা পাঠানোর নিয়ম

• সাপ্তাহিক বর্তমানে লেখা পাঠানোর সময় খামের ওপর স্পষ্ট করে ‘সাপ্তাহিক বর্তমান ' এবং বিভাগের নাম লিখে দেবেন।

• ডাকযোগ ছাড়া ই-মেলেও লেখা পাঠাতে পারেন।

• ই-মেলে লেখা পাঠালে অবশ্যই ইউনিকোড ওয়ার্ড ফাইল পাঠাবেন।

• যে কোনও লেখার সঙ্গে অবশ্যই ইংরেজিতে নাম, ঠিকানা ও ফোন নম্বর দেবেন। • লেখা পাঠানোর পর ছ'মাস অপেক্ষা করে ফোন করবেন। • লেখা সংক্রান্ত খোঁজ নেওয়ার জন্য দপ্তরের ফোন নম্বরে ফোন করবেন। সময়: ১১ টা থেকে সন্ধে ৬টা।

• লেখা (চিঠি, ব্যাখ্যা নেই ও শব্দছক বাদে) প্রকাশিত হলে সাত দিনের মধ্যে দপ্তরে যোগাযোগ করুন।

• প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এমন লেখা গ্রহণ করা হয় না।

• লেখা প্রকাশিত হলে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারেন, তবে সেটি আংশিক।

অকেজো মানুষদের ‘অকম্মার ঢেঁকি’ রেওয়াজ তো আজও রয়েছে। ঢেঁকিশালে ঢেঁকির সুখনিদ্রার জো ছিল না। ঢেঁকির শব্দে মুখরিত হতো এপাড়া-ওপাড়া। নিতান্ত সাধারণ এই যন্ত্রটি এক সময়ে খুব বিপদের কারণ বলেও চিহ্নিত হতো। কারণ আগে গ্রামগঞ্জে অনেক বাড়িতে ডাকাতেরা ‘ঢেঁকি’ দিয়ে দরজা ভেঙেছে, এমন খবর প্রায়ই শোনা যেত। ঢেঁকি এখন কাগজ কলমে ও স্মৃতিতে আছে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো নামই শুনবে না ঢেঁকির। প্রকাশিত হওয়ার পনেরো দিন বাদে সম্পূর্ণ লেখাই পোস্ট করা যাবে।

সাপ্তাহিক বর্তমান রিভিউঃ

বাংলা ভাষায় প্রকাশিত ম্যাগাজিন গুলোর মধ্যে সাপ্তাহিক বর্তমান অন্যতম জনপ্রিয় একটি ম্যাগাজিন। ঋতু, সময় ও অবস্থার ওপর ভিত্তি করে সময় উপযোগী বিভিন্ন বিষয়বস্তুর ওপর প্রকাশিত হয় ম্যাগাজিন টি। বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ থাকে ম্যাগাজিনটিতে। মৌসুমী ফল ও বিদেশী ফলগুলোর মধ্যে কোন ফলটি আমাদের ত্বকের জন্য ভালো ও কোন ফলটি আমাদের শরীরের কোন কাজে লাগে তা এবারের Saptahik Bartaman 6 April 2024 pdf সংখ্যায় থাকবে। এছাড়াও নিয়মিত সকল আয়োজন থাকবে এবারের Saptahik Bartaman 6 April 2024 pdf সংখ্যায়।

Saptahik Bartaman 6 April 2024 pdf সংখ্যাটি যারা পড়তে আগ্রহী তারা Saptahik Bartaman 6 April 2024 pdf টি ডাউনলোড করে নিন এখান থেকে।


Post a Comment

Thanks for Comment
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.